কোয়েল পাখি কত দিনে ডিম পারে

আমাদের মধ্যে অনেক নতুন খামারি আছেন যারা নতুন করে কোয়েল পাখির খামার শুরু করেছেন।এখন আপনার মাথায় শুধু একটাই প্রশ্ন আসছে যে,আমি তো কোয়েল পাখি পালন শুরু করলাম কিন্তু কোয়েল পাখি কত দিনে ডিম পারে?শুধু মাত্র আপনাকে সঠিক তথ্য প্রদান করার জন্য আজকের এই সম্পূর্ণ পোস্ট জুড়ে আমি কোয়েল পাখি কত দিনে ডিম পারে এবং কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য তুলে ধরব।
কোয়েল পাখি কত দিনে ডিম পারে
তাই আপনি যদি কোয়েল পাখির ডিম দিয়ার সময় এবং কোয়েল পাখি সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।

ভুমিকা

বত্তমানে আমাদের দেশে কোয়েল পাখির পালন খুবি জনপ্রিয় হয়ে চলেছে।দিন দিন মানুষ বাণিজ্যিক ভাবে শুরু করছেন কোয়েল পাখির খামার।এর কারন হোল কোয়েল পাখি পালনে কম খরচ হওয়ার পাশাপাশি ভাল পরিমানে লাভ করা যায়।ঠিক এই কারনেই কোয়েল পাখির পালন বেড়েই চলেছে।মুরগির তুলনায় খুব তাড়াতাড়ি ডিম দিয়াতে এবং বাজারে ডিমের চাহিদা বেশি থাকায় মানুষ কোয়েল পাখি পালন করে ভালো পরিমানে লাভ করতে পারছেন।

আমাদের মধ্যে নতুন খামারি আছেন যারা নতুন করে কোয়েলের খামার করতে চান অথবা শুরু করেছেন।কিন্তু আপনি অনেক খুজার পরেও কোনোভাবেই জানতে পারছেন না কোয়েল পাখি কত দিনে ডিম পারে? যদি এইটার উত্তর আপনাকে বলতে যায় তাহলে যেই কোয়েল পাখি গুলো দুবাই প্রজাতির হয়ে থাকে তারা সাধারণত ৪০ - ৪৫ দিনের মধ্যে ডিম দিয়া শুরু করে।কোয়েল পাখি সংক্রান্ত আরও তথ্য সম্পর্কে জানতে নিচের অংশগুলা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।চলুন শুরু করা যাক।

কোয়েল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয়

প্রথমেই আসি যে,আপনি যদি কোয়েল পাখি পালন করেন তাহলে একটা কোয়েল পাখি প্রায় ৪ বছর পর্যন্ত ডিম পাড়তে সক্ষম।এখন যদি ডিম পাড়ার সময়ের কথা বলতে যায় তাহলে যখন একটি মহিলা কোয়েল পাখির বয়স ৭ থেকে ৮ সপ্তাহ অথবা ৪০-৪৫ দিন হয় তাহলে এরা প্রথম ডিম পাড়তে শুরু করে থাকে।মূলত কোয়েল পাখি ৫০ভাগ ডিম দেই প্রথম অবস্থার দিক।এর পরবর্তীতে যখন বয়স ৮০ দিনের বেশি হয়ে যায় তখন তারা প্রায় ৮০ভাগ ডিম দিয়ে থাকে।

কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে, এর পর থেকে ধিরে ধিরে কোয়েল পাখির ডিম দিয়ার ক্ষমতা কমতে থাকে।অর্থাৎ, ডিম দিয়ার পরিমান কমতে শুরু করে।আপনি যদি জাত ভেদে কোয়েল পাখি পালন করতে চান তাহলে দুই জাতের কোয়েল পালন করতে পারেন।যেমন,
  • জাপানি জাতঃ জাপানি জাতের কোয়েল প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ডিম দিতে সক্ষম।
  • দুবাই জাতঃ দুবাই জাতের কোয়েল প্রায় ২.৫ থেকে ৩ বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে।
তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে,কোয়েল পাখির ডিম নির্ভর করে বেশ কয়েকটি বিষয় এর ওপর।যেমন,
  • পাখির জাত
  • শারীরিক বৃদ্ধি
  • বয়স
  • পরিবেশ 
  • খাদ্যের উপর
ওপরের সঠিক বিষয় গুলা মেনে চল্লে পাখির সঠিক ডিম পাওয়া যায়।আবার আপনাকে জানতে হবে যে কোয়েল পাখি যতদিন বাচে ততদিন ডিম দেয়।অর্থাৎ, কোয়েল পাখি প্রায় ৪ বছর পর্যন্ত দিম দেয়।তার পাশাপাশি ৪ বছর বাঁচে।তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন।

কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ

বর্তমান প্রেক্ষাপটে আপনারা অনেকেই শখের বসে অথবা বাণিজ্যিকভাবে কোয়েল পাখির খামার তৈরি করছে। কিন্তু আপনারা নতুন কোয়েল খামারি হওয়ার কারণে কোয়েল পাখির ডিম দেওয়ার লক্ষণ সম্পর্কে কিছু বুঝতে পারছেন না। মূলত কোয়েল পাখির ডিম দেওয়ার বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। যেই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন কোয়েল গুলো ডিম দেওয়া শুরু করবে। জাত ভেদে আমাদের দেশে বিভিন্ন জাতের কোয়েল পাখির খামার তৈরি করা হয়।

জাপানিজ জাতকে তার মধ্যে অন্যতম কোয়েল পাখির জাত বলা হয়। প্রথমত যদি আপনার খামারের কোয়েল পাখির ওজন ১৪৫ থেকে ১৫০ গ্রামের মধ্যে থাকে তাহলে বুঝে যাবেন আপনার কোয়েল পাখি এক সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করবে। যদি ওজন ১৫০ গ্রামের একটু কম হয় তাহলে হয়তো ডিম দিতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

কোয়েল পাখির ডিম দেওয়ার লক্ষণ চেনার আরেকটি উপায় হচ্ছে ঠোঁট। আপনি যদি দেখেন আপনার কোয়েল পাখির উপরের ঠোঁট নিচে ঠোঁটের তুলনায় একটু বড় আকার ধারণ করেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন আর কোয়েল পাখির ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিম দেওয়ার আগের সময়ে কোয়েল পাখিরা বেশি পরিমাণে ডাকাডাকি করতে পারে।

ওপরের লক্ষণগুলো যদি প্রকাশ পেতে দেখেন তাহলে আপনি বুঝে যাবেন খুব তাড়াতাড়ি কোয়েল পাখি গুলো ডিম দিতে শুরু করবে।

কোয়েল পাখি কত দিনে ডিম পারে

কোয়েল পাখির ডিম দেওয়ার সময় নির্ভর করে কোয়েল পাখির জাতের ওপর। বর্তমান বাজারে বেশ কয়েক ধরনের কোয়েল পাখির জাত পাওয়া যায়। তবে সবচেয়ে জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে দুবাই এবং জাপানি জাত। অন্য জাতের তুলনায় এই দুই জাতের কয়েল খুব তাড়াতাড়ি ডিম দিতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে এমন জাত রয়েছে যে জাতগুলোর কোয়েল প্রায় ৪০ থেকে ৫০ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে।

আবার এমনও জাত রয়েছে যেই জাতের কোয়েল গুলোর ডিম দিতে প্রায় ৫০ থেকে ৬০ দিনের বেশি লাগে। তবে মুরগির ওজন এবং শারীরিক বৃদ্ধির তারতম্যের কারণেও ডিম দেওয়ার সময়ের কম বেশি হতে পারে। আপনি যদি জাপানি জাতের কোয়েল পালন করেন তাহলে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ডিম সংগ্রহ করতে পারবেন। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে।

যদি দেখেন আপনার খামারের বেশ কয়েকটি মুরগির ওজন ১২০ বা ১২০ গ্রামের কম। তাহলে সেই মুরগিগুলোকে ডিমের জন্য আপনার খামারে না রাখাই ভালো। কারণ ১২০ গ্রামের কম ওজন হলে কোয়েল পাখি ডিম নাও দিতে পারে এবং ডিমের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাহলে আশা করি সম্পন্ন বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন।

কোয়েল কি পুরুষ ছাড়া ডিম পাড়ে

আপনারা কোয়েল পাখির খামার তৈরি করার পাশাপাশি সব সময় বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করেন। যেমন, আপনারা ভাবেন যদি আমাদের খামারে কোন পুরুষ কোয়েল পাখি না রাখি তাহলে কি মহিলা কোয়েল পাখিরা ডিম দিবে? এর যথাযথ উত্তর হচ্ছে যদি আপনি শুধুমাত্র কোয়েল পাখির থেকে ডিম সংগ্রহ করে সেগুলো বাজারজাত করে উপার্জন করতে চান তাহলে আপনার খামারে পুরুষ কোয়েল না রাখলে কোন সমস্যা নেই।

পুরুষ কোয়েল না রাখলেও মহিলা কোয়েল ডিম দিবে। কিন্তু আপনি যদি বাচ্চা উৎপাদনের জন্য কোয়েল পাখির পালন করে থাকেন অথবা আপনার পরবর্তী খামারের জন্য কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরুষ কোয়েল রাখতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আপনাদের মাথায় আরো প্রশ্ন আসতে পারে যে, পুরুষ এবং মহিলা কোয়েল পাখি চিনবো কিভাবে?

বিষয়টি খুব সহজ সাধারণত মহিলা কোয়েল পাখির আচরণ খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে।কিন্তু অপরদিকে পুরুষ কোয়েল পাখি খুবই আক্রমনাত্মক প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও পুরুষ কোয়েল পাখিকে চিনার আরও সহজ উপায় হচ্ছে, আপনি আপনার খামারে খেয়াল করে দেখবেন কিছু কিছু কোয়েল পাখির মাথা ঘাড় ও পিঠে উজ্জ্বল পালক দেখা যায় এবং ঠোঁট বড় হয় মূলত ওইগুলাই হচ্ছে পুরুষ কোয়েল।

কোয়েল পাখি ডিম না দেয়ার কারণ

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোয়েল পাখির চাহিদা খুবই বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মূলত কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদার জন্য দিন দিন এর পালন বৃদ্ধি পাচ্ছে। অনেক খামারি আছে যারা নতুন করে বাণিজ্যিকভাবে কোয়েল পাখির পালন শুরু করেছেন কিন্তু কোয়েল পাখির ডিম দেওয়ার সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ডিম দিচ্ছে না।

এটার উত্তরে আমি শুরুতে আপনাকে জানাতে চাই যে, আপনারা হয়তো অনেকেই জানেন না কোয়েল পাখি খুবই শীতপ্রিয় পাখি। মূলত শীতকালে কোয়েল পাখির সঠিক ওজন বৃদ্ধির পাশাপাশি তাদের ডিম দেওয়ার প্রবণতা খুব বেশি পরিমাণে থাকে। এ ক্ষেত্রে কোয়েল পাখি শীত প্রিয় হওয়ার কারণে খুবই গরম আবহাওয়াতে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরে স্বাভাবিকের তুলনায় ডিম দেওয়ার সময় একটু দেরি হতে পারে।

এর পরবর্তীতে একটি স্বাভাবিক কোয়েল পাখির ওজন ১৪০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। যদি কোয়েল পাখির ওজন কম হয়। অর্থাৎ, ১২০ গ্রামের কম হয়ে থাকে তাহলে ডিম দিতে দেরি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোয়েল পাখির হরমোনের সমস্যা দেখা দিতে পারে। সাধারণত হরমোনের সমস্যা অথবা ভিটামিনের অভাব দেখা দিলে মুরগির ডিম দেওয়ার প্রবণতা কমে যায় এক্ষেত্রে ডিম দিতে ৮০ থেকে ৯০ দিন সময়ও লাগতে পারে।

সর্বশেষ সব থেকে ভয়ানক কোয়েল পাখির ডিম না দেওয়ার কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ী। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা অল্প বয়সের বাচ্চা কোয়েলকে বেশি বয়স বলে বিক্রি করে দেয়। যার কারণে সঠিক বয়স না হওয়ার কারণে কোয়েল পাখি ডিম দেয় না। কারণ সঠিক ডিম দেওয়ার বয়স না হলে কখনোই ডিম দেওয়া শুরু করবে না।

কোয়েল পাখি বেশি ডিম পাড়ার উপায়

আমাদের মধ্যে অনেক খামারিরা আছেন তারা প্রতিনিয়ত একটি কমন সমস্যায় ভুগছে। যেমন, তারা কোয়েল পাখি পালন শুরু করেছেন। ঠিকঠাক মত কোয়েল পাখি ডিম দেওয়ার পরবর্তীতে আর ডিম দিচ্ছে না। মূলত এর বেশ কয়েকটি কারণ হতে পারে। আপনি যদি মুরগিকে সুষম খাদ্য না খাওয়ান তাহলে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এবং মুরগির ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে।

এক্ষেত্রে অবশ্যই আপনাকে পুষ্টিকর এবং সুষম খাদ্য খাওয়াতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোয়েল পাখির শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবের কারণে ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে আপনি তাদের শরীরের ভিটামিন বৃদ্ধি করার জন্য একজন বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন বি টু জাতীয় ওষুধ খাওয়াতে পারেন। আপনি যদি আপনার কোয়েল পাখির সঠিক পরিবেশ ঠিক না রাখেন তাহলে মুরগি ডিম দিতে বন্ধ করে দিতে পারে।

এক্ষেত্রে কোয়েল পাখি পালনের জন্য এমন জায়গা নির্বাচন করুন যে জায়গাটি আমরা এবং আরামদায়ক। সর্বশেষ কোয়েল পাখির ডিম পাড়া বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন ধরনের জিংক ভিট খাওয়াতে পারেন। কারণ প্রায়শই কোয়েল পাখি হরমোন জনিত সমস্যায় ভুগে। আর এই হরমোন জনিত সমস্যা দূর করতে জিংক ভিট খাওয়াতে হয়।

কোয়েল পাখি কত দিনে ডিম পারে নিয়ে সচরাচর জিজ্ঞাসা FAQ

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম পাড়তে কত সময় লাগে?
উত্তরঃ ৬ থেকে ১০ সপ্তাহ।

প্রশ্নঃ কোয়েল পাখি প্রতিদিন কত গ্রাম খাবার খায়?
উত্তরঃ ১৫ থেকে ২০ গ্রাম।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম ফোটতে কত সময় লাগে?
উত্তরঃ ১৮ থেকে ২৩ দিন।

প্রশ্নঃ কোয়েল পাখি কত মাসে ডিম পাড়ে?
উত্তরঃ ৮ থেকে ১০ মাস।

প্রশ্নঃ কোন কোয়েল পাখি সবচেয়ে বেশি ডিম পাড়ে?
উত্তরঃ জাপানি কোয়েল।

প্রশ্নঃ কোয়েল কি মুরগির মতো ডিম পাড়ে?
উত্তরঃ না।মুরগি ডিম পাড়তে সময় নেই প্রায় ৫ মাস।কিন্তু অপর দিকে কোয়েল পাখি সময় নেই ৬ সপ্তাহ।

প্রশ্নঃ কোয়েলের ডিম সিদ্ধ হতে কত সময় লাগে?
উত্তরঃ ৪ থেকে ৫ মিনিট।

প্রশ্নঃ কোয়েল পাখি কত প্রকার?
উত্তরঃ প্রায় ১৮ প্রজাতি।

প্রশ্নঃ কোয়েল পাখির মাংসের পরিমান কত?
উত্তরঃ ১৪০ থেকে ১৫০ গ্রাম।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম ঘুরানো কখন বন্ধ করা যায়?
উত্তরঃ ইনকিউবেশন পিরিয়ডের ১৫ তম দিনে।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম কতবার ঘোরানো উচিত?
উত্তরঃ কম্পক্ষে ৪ বার প্রতি দিন।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম কোন দিন মোমবাতি দিতে হয়?
উত্তরঃ ৭ম দিনে।

প্রশ্নঃ কোয়েল পাখি কি কি খাবার খায়?
উত্তরঃ যেমন,
  • পাতা
  • শিকড়
  • কিছু পোকামাকড়
প্রশ্নঃ কোয়েল পাখির ডিম পাড়ার খাবার?
উত্তরঃ ক্যালসিয়াম সমৃদ্ধ এবং প্রোটিন যুক্ত খাবার।

প্রশ্নঃ কোন কোয়েল পাখির ডিম সবচেয়ে বড়?
উত্তরঃ জাম্বো হোয়াইট কটার্নিক্স কোয়েল।

প্রশ্নঃ কোয়েল পাখি প্রতিদিন কয়টি ডিম পাড়ে?
উত্তরঃ একটি।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম কতদিন থাকে?
উত্তরঃ ৭ দিন।

প্রশ্নঃ কোন কোয়েল পাখি সবচেয়ে বেশি ডিম পাড়ে?
উত্তরঃ জাপানি কোয়েল।

প্রশ্নঃ কোয়েল কত বছর বয়সে খেতে হয়?
উত্তরঃ ৫ সপ্তাহ।

প্রশ্নঃ ডিম ফোটার কতদিন পর কোয়েল ইনকিউবেটরে থাকতে পারে?
উত্তরঃ ৪৮ ঘণ্টা।অর্থাৎ, ২ দিন।

প্রশ্নঃ কোয়েল সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে?
উত্তরঃ শস্য জাতীয় খাবার।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম কি কাঁচা খাওয়া যাবে?
উত্তরঃ এড়িয়ে চলায় ভালো।

প্রশ্নঃ সবচেয়ে বড় কোয়েল পাখির জাত কি?
উত্তরঃ মাউন্টেন কোয়েল।

প্রশ্নঃ কোয়েল পাখির আয়ু কতদিন?
উত্তরঃ ১.৫ থেকে ৪ বছর পর্যন্ত।

লেখকের মন্তব্য

এই সম্পূর্ণ পোষ্টের মধ্যে আমি কোয়েল পাখি কত দিনে ডিম পারে এবং কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি কোয়েল পাখি পালন করেন তাহলে আপনি লাভবান হওয়ার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। আপনি যদি কোয়েল পাখি পালন সম্পর্কে কোন কিছু না জেনে থাকেন সেই ক্ষেত্রে একজন কোয়েল খামারির পরামর্শে শুরু করতে পারেন।

সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url