ব্লু কাট চশমা চেনার উপায় - ব্লু কাট চশমার উপকারিতা
অনেক ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল অথবা কম্পিউটার ব্যাবহার করার কারনে সেগুলোতে থাকা নীল আলো আপনাদের চোখের মারাত্মক ক্ষতি করে। ঠিক এই কারনে আপনাদের চোখ সুরক্ষিত রাখতে আপনারা ব্লু কাট চশমা নিতে চান। কিন্তু সঠিক ব্লু কাট চশমা চেনার উপায় না জনা থাকার কারনে কিনতে পারেন না। তাই আজকের সম্পূর্ণ পোস্টের মধ্যে আমি ব্লু কাট চশমা চেনার উপায় তুলে ধরব।
তাই আপনি যদি ব্লু কাট চশমা চেনার সঠিক উপায় সম্পর্কে জেনে চশমা কিনতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ভুমিকা
বর্তমানে ডিজিটাল যুগে এসে আমরা সবাই কম্পিউটার এবং মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু আমরা হয়তো জানি না এসব ডিভাইস থেকে নীল আলো বের হয়। আর এই নীল আলো আমাদের চোখের জন্য খুবি ক্ষতিকর ।তাই চোখের সুরক্ষায় আমাদের সবারি ব্লু কাট চশমা ব্যবহার করা উচিত। আমরা অনেকেই ব্লু কাট চশমা চিনি না। জার কারনে অনেক সময় চশমা কিনতে গিয়ে কিছু অসাধু দোকানদার আমাদের নকল চশমা দিয়ে দেই।
ঠিক এই কারনেই আজকে আপনাদের আমি ব্লু কাট চশমা চেনার উপায় এবং ব্লু কাট চশমা সম্পর্কে সঠিক ধারনা দীয়ার চেষ্টা করব। যাতে আপনি সঠিক ব্লু কাট চশমা চেনার উপায় সম্পর্কে জেনে চশমা ক্রয় করতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক।
ব্লু কাট চশমা কি?
ব্লু কাট চশমা এমন এক ধরনের চশমা যা আমাদের চোখকে ক্ষতিকর নীল আলো থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। অনেক সময় অতিরিক্ত ফোন অথবা কম্পিউটার ব্যাবহার করার জন্য। সেগুলোতে থাকা নীল রশ্মি আমাদের চোখের খুবি ক্ষতি করে। আর এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে ব্লু কাট চশমা খুবি কার্যকরী।এর পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও আমাদের চোখকে সুরক্ষিত রাখে ব্লু কাট চশমা।
ব্লু কাট চশমা চেনার উপায়
ব্লু কাট চশমা চেনার কিছু সহজ উপায় রয়েছে যেগুলো ব্যাবহার করে আপনি খুব সহজে ব্লু কাট চশমা চিনতে পারবেন। নিচে উপায় গুলো উল্লেখ করা হলো।যেমন,
- শুরুতেই চশমার লেন্সে হালকা নীল রঙ দেখা যায়।
- এর পরবর্তীতে চশমায় "Blue Cut" অথবা "Anti-Blue Light" লেখা থাকবে।
- কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনের আলোতে চশমা পরলে আরাম পাওয়া যাবে।
- সর্বশেষ ব্লু কাট চশমা কিনতে গেলে অবশ্যই দোকান দারের সাথে ভালো করে কথা বলতে হবে।
মূলত এই সহজ উপায় গুলো মেনে খুব সহজে ব্লু কাট চশমা ক্রয় করতে পারবেন। তাই সঠিক ব্লু কাট চশমা করতে উপায় গুলো মেনে চলুন।
ব্লু কাট চশমার উপকারিতা
ব্লু কাট চশমার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। উপকারিতা গুলো নিচে উল্লেখ করা হলো,
১.চোখের সুরক্ষা
প্রথমত ব্লু কাট চশমা আমাদের মোবাইল এবং কম্পিউটারের ক্ষতিকর নীল রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। তার পাশাপাশি এটি আমাদের চোখের ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে।
২.চোখের ক্লান্তি কমানো
আপনারা হয়তো খেয়াল করে দেখবেন দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করলে আমাদের চোখের এক ধরনের ক্লান্তি অনুভব হয়। মূলত এই ক্লান্তি ভাব দূর করতে ব্লু কাট চশমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩.চোখের শুষ্কতা কমানো
আপনারা হয়তো জানেন না কম্পিউটার অথবা মোবাইলে থাকা নীল রশি আমাদের চোখের শুষ্কতা বৃদ্ধি করে। আর এই শুষ্কতা কমাতে সাহায্য করে ব্লু কাট চশমা।
৪.ঘুমের মান উন্নত করা
কিছু ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণে মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করার কারণে আমাদের ঘুমের পরিমাণ কম হয়। মূলত এই ঘুমের পরিমাণ কম হওয়ার প্রধান কারণ কম্পিউটার অথবা মোবাইলে থাকা নীল রশ্মি। এক্ষেত্রে ব্লু কাট চশমা ব্যবহার করার ফলে নীল রশিগুলো আমাদের চোখে আঘাত করতে পারে না যার কারণে ঘুম ভালোভাবে হয় এবং ঘুমের মান উন্নত হয়।
ব্লু কাট চশমার প্রয়োজনীয়তা
বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিন দিন প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। প্রযুক্তি গুলোর মধ্যে আমরা প্রায় সব ধরনের মানুষই কম্পিউটার, মোবাইল এবং টিভি ব্যবহার করে থাকে। কিন্তু আমরা টের পায় না এই প্রযুক্তির ডিভাইস গুলো থেকে অনবরত নীল আলো বের হয়ে আমাদের চোখের ক্ষতি করে চলেছে। আর এই ডিভাইস গুলো থেকে বের হওয়া নীল আলো আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর।
আর এসব ক্ষতিকর নীল আলো থেকে আমাদের চোখকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্লু কাট চশমা।এখন প্রায় সব মানুষেরাই তাদের চোখে সুরক্ষার জন্য ব্লু কার্ড চশমা ব্যবহার করছে।তাই দিন দিন ব্লু কাট চশমার প্রয়োজনীয়তা বেড়েছে।
ব্লু কাট চশমা ব্যবহারের কিছু টিপস
ব্লু কাট চশমা ব্যবহার করার ক্ষেত্রে কিছু টিপস মেনে চলা উচিত। টিপসগুলো নিচে উল্লেখ করা হলো,
- চশমা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন।
- চশমা পরিধান করার আগে ভালো করে হাত ধুয়ে নিন।
- চশমা ব্যবহারের সময় আরামদায়ক অবস্থানে বসার চেষ্টা করুন।
- চশমা ব্যবহারের পরবর্তীতে চশমাটি যত্ন সহকারে সঠিক স্থানে রেখে দিন।
ব্লু কাট চশমার দাম
ওপরের অংশে আপনারা ব্লু কাট চশমা চেনার উপায় সহ বিভিন্ন তথ্য সম্পর্কে জানলেন। এবার চলুন জেনে নিই ব্লু কাট চশমার সঠিক দাম সম্পর্কে। মূলত ব্লু কাট চশমার দাম বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণত চশমার দোকানে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত দামে ব্লু কাট চশমা পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি ভালো মানের চশমা নিতে চান তাহলে দাম একটু বেশি হতে পারে।
কোথায় পাবেন ব্লু কাট চশমা?
ব্লু কাট চশমা কেনার ক্ষেত্রে আপনি বিভিন্ন স্থানে চশমা পেয়ে যাবেন। নিচে কিছু স্থান উল্লেখ করা হলো। যে স্থানগুলো থেকে খুবই সহজে আপনি ব্লু কার্ড চশমা সংগ্রহ করতে পারবেন। যেমন,
- স্থানীয় চশমার দোকানে।
- অনলাইন শপিং সাইটে।
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
মূলত আপনি এই তিনটি জায়গা থেকে আপনার পছন্দের ব্লু কার্ড চশমা সংগ্রহ করতে পারবেন। তবে অনলাইন থেকে ব্লু কার্ড চশমা ক্রয় করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন।
অনলাইন শপিং সাইটে ব্লু কাট চশমা
বর্তমান সময়ে এসে অনলাইনে এমন কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা নকল ব্লু কাট চশমা বিভিন্ন অফার দিয়ে বিক্রি করছে। আপনি অবশ্যই সেই সব ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকুন। অনলাইনে অল্প দামের প্রতারণায় পড়ে কখনো নকল জিনিস ক্রয় করবেন না। এক্ষেত্রে আমি নিজে অনলাইন শপিং এর কিছু সাইট তুলে ধরছি। যেই শপিং সাইটগুলো থেকে আপনি ব্লু কাট চশমা কিনতে পারবেন।
তবে চশমা কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন এবং অন্য ক্রয় করার পর গ্রাহকরা কি রিভিউ দিয়েছে সেগুলো চেক করে নিবেন। রিভিউ ভালো থাকলে ব্লু কার্ড চশমা ক্রয় করা যেতে পারে। নিচে কিছু জনপ্রিয় অনলাইন শপিং সাইট উল্লেখ করা হলো। যে সাইটগুলো থেকে আপনি ব্লু কাট চশমা কিনতে পারবেন। যেমন,
- আমাজন
- ফ্লিপকার্ট
- দারাজ
মূলত আপনি এই তিনটি শপিং প্ল্যাটফর্ম থেকে চশমা ক্রয় করতে পারেন। তবে আমি আবারো বলে দিচ্ছি ব্লু কাট চশমা ক্রয় করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।
ব্লু কাট চশমা ব্যবহারের সময় সতর্কতা
ব্লু কাট চশমা ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরী। আমি নিচে সতর্কতা গুলো উল্লেখ করছি। যেমন,
- ব্লু কাট চশমা সব সময় পরিষ্কার রাখুন।
- চশমা ব্যবহারের সময় আরামদায়ক অবস্থানে বসুন।
- চশমা ব্যবহার করা হয়ে গেলে যত্ন সহকারে সঠিক স্থানে রেখে দিন।
চশমা পরিষ্কার করার পদ্ধতি
চশমা যদি আপনি পরিষ্কার না রাখেন তাহলে কয়েকদিনের মধ্যে সেটি ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাই চশমা সব সময় পরিষ্কার রাখা খুবই জরুরী। আমি নিজে চশমা পরিষ্কার করার কিছু সহজ পদ্ধতি উল্লেখ করলাম। যেমন,
- আপনি যখন চশমা পরিষ্কার করবেন তখন নরম কাপড় ব্যবহার করে চশমা মুছুন।
- আর চশমা পানি দিয়ে ধোয়ার সময় অবশ্যই বিশুদ্ধ পানি দিয়ে চশমা ধুয়ে নিন।
- এছাড়াও চশমা সব সময় পরিষ্কার রাখতে বিশেষ ধরনের চশমা মোছার তরল ব্যবহার করতে পারেন।
মূলত এই পদ্ধতি গুলো অবলম্বন করে আপনি খুব সহজে আপনার চশমাটিকে পরিষ্কার করতে পারবেন। তাই চশমা সব সময় পরিষ্কার রাখতে অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করুন।
ব্লু কাট চশমা কিনতে যাবার আগে কিছু বিষয়
ব্লু কাট চশমা কিনতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো,
- প্রথমত চশমা ক্রয় করার আগে চশমার মান ভালোভাবে পরীক্ষা করে নিন।
- দ্বিতীয়ত চশমা পছন্দ হওয়ার পরে চশমার সঠিক দাম যাচাই করে নিন।
- দরকার হলে একাধিক দোকানে দেখতে পারেন।
- সর্বশেষ চশমার লেন্সের গুণমান পরীক্ষা করে দেখুন।
এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে যাচাই করার পর আপনি ব্লু কাট চশমা ক্রয় করতে পারেন। আর সঠিক দাম যাচাই-বাছাই করার ক্ষেত্রে সন্দেহ হলে কয়েক দোকান দেখার পর চশমা ক্রয় করতে পারেন।
ব্লু কাট চশমা কেনার সময় জিজ্ঞাসা করার প্রশ্ন
ব্লু কাট চশমা কেনার সময় অবশ্যই দোকানদারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন। নিচে প্রশ্নগুলো তুলে ধরা হলো। যেমন,
- জিজ্ঞেস করুন আদেও কি চশমার লেন্স নীল আলো কমাতে সক্ষম?
- দ্বিতীয়ত ভালোমতো জেনে নিন চশমার লেন্সের গুণমান কেমন?
- এবং সর্বশেষ জিজ্ঞেস করুন চশমার দাম কত?
ব্লু কাট চশমা ব্যবহারের কিছু অভিজ্ঞতা
আমাদের মধ্যে অনেক ব্যবহারকারী রয়েছেন যারা ব্লু কাট চশমা ব্যবহার করে ভাল ফলাফল পেয়েছেন। ফলাফল গুলি নিজে উল্লেখ করা হলো। যেমন,
- ব্যবহারের ফলে চোখের ক্লান্তি কমতে দেখা গেছে।
- চোখের শুষ্কতা কমতে দেখা গেছে।
- এবং ঘুমের মান উন্নত হতে দেখা গেছে।
ব্লু কাট চশমা ব্যবহার না করলে কি হয়?
ব্লু কাট চশমা ব্যবহার না করলে বেশ কয়েকটি সমস্যার সৃষ্টি হতে পারে। নিচে কিছু উল্লেখ করা হলো। যেমন,
- চোখের ক্লান্তি বাড়বে।
- চোখের শুষ্কতা বাড়বে।
- ঘুমের মান কমে যাবে।
ব্লু কাট চশমা চেনার উপায় সম্পর্কে সচরাচর জিজ্ঞাশিত প্রশ্ন এবং উত্তর FAQ
প্রশ্নঃ ঘরে বসে ব্লু কাট লেন্স চেক?
উত্তরঃ ঘরে বসে ব্লু কাট লেন্স চেক করার জন্য আপনি রোদে ব্লু কাট চশমা পরুন। পরার পর যদি হালকা হলুদ আভা দেখেন তাহলে ধরে নিবেন লেন্স ঠিক আছে।
প্রশ্নঃ ব্লু কাট চশমা কি কাজ করে?
উত্তরঃ নীল আলো থেকে আমাদের চোখকে রক্ষা করতে সাহায্য করে।
প্রশ্নঃ চশমায় ব্লু লাইট ফিল্টার আছে কিনা কিভাবে বুঝবো?
উত্তরঃ রোদে গেলে যদি হালকা হলুদ আভা থাকে তাহলে বুঝবেন ব্লু লাইট ফিল্টার আছে।
প্রশ্নঃ ব্লু কাট লেন্স কি চোখের জন্য ক্ষতিকর?
উত্তরঃ অবশ্যই না। বরং চোখকে ক্ষতিকর নীল আলো থেকে সুরক্ষা দেয়।
প্রশ্নঃ ব্লু কাট কি?
উত্তরঃ ব্লু কাট একটি বিশেষ আবরণ যা আমাদের চোখকে ক্ষতিকর নীল আলো থেকে সুরক্ষা দেয়।
প্রশ্নঃ সব সময় ব্লু কাট চশমা ব্যবহার করা যাবে কি?
উত্তরঃ আপনি চাইলে সব সময় ব্লু কাট চশমা ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ ব্লু কাট নাকি অ্যান্টি গ্লেয়ার কোনটা ভালো?
উত্তরঃ অ্যান্টি গ্লেয়ার চশমা শুধু স্পষ্টভাবে দেখতে সাহায্য করে।এটি ব্লু কাটের মতো চোখকে রক্ষা করে না। তাই ব্লু কাট চশমাই ভালো।
প্রশ্নঃ ব্লু কাট চশমা কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ চোখকে ক্ষতিকর নীল আলো থেকে সুরক্ষা দিতে।
প্রশ্নঃ ব্লু কাট লেন্স কখন ব্যবহার করতে হয়?
উত্তরঃ ডিজিটাল স্ক্রিন থেকে নীল আলোর এক্সপোজার সীমিত করার লক্ষে।
প্রশ্নঃ নীল আলোর চশমা কি দিয়ে তৈরি হয়?
উত্তরঃ CR-39 থেকে তৈরি এক প্রকার প্লাস্টিক পলিমার।
প্রশ্নঃ ব্লু লাইট চশমা কখন পরতে হয়?
উত্তরঃ যেকোনো ধরনের নীল আলোর সংস্পর্শে আসলে।
প্রশ্নঃ চোখের চশমা এন্টি ব্লু লাইট হলে কিভাবে বুঝবো?
উত্তরঃ ব্লু লাইট ফিল্টার টেস্টার দিয়ে পরীক্ষা করার মাধ্যমে।
প্রশ্নঃ ফটোক্রোমিক লেন্স কোন কালার ভালো?
উত্তরঃ বাদামী, ধূসর অথবা সবুজ।
প্রশ্নঃ ব্লু কাট লেন্স হলুদ হয় কেন?
উত্তরঃ হলুদ আভা নীল আলোর অংশকে ব্লক করে তাই ব্লু কাট লেন্স হলুদ হয়।
প্রশ্নঃ ব্লু লাইট কতবার ব্যবহার করা উচিত?
উত্তরঃ ৬ সপ্তাহের জন্য সপ্তাহে ৩ থেকে ৫ বার।
লেখকের মন্তব্য
আবারও বলে রাখি ব্লু কাট চশমা আমাদের চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকারী।কারন এটি নীল আলো থেকে আমাদের চোখকে রক্ষা এবং চোখের ক্লান্তি ও শুষ্কতা দূর সাহায্য করে। এই সম্পন্ন পোষ্টের মধ্যে আমি ব্লু কাট চশমা চেনার উপায় এবং ব্লু কাট সংক্রান্ত সকল তথ্য সম্পর্কে আপনাদের বিস্তারিত ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আশা করি আপনি সম্পূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছেন এবং সঠিক উপায় জেনে ব্লু কাট চশমা কিনতে পেরেছেন।
এই সম্পূর্ণ পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। যাতে করে আপনার বন্ধুরাও তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জেনে সঠিক ব্লু কাট চশমা কিনতে পারে। আর এরকম নিত্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সম্পর্কে সকল তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে থাকুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url